Friday, December 5, 2025

চৌগাছায় ৪শ পরিবারে সৌদি সংস্থার খাদ্য সহায়তা প্রদান

শ্যামল দত্ত (যশোর) চৌগাছা প্রতিনিধি:যশোরের চৌগাছায় সৌদি সংস্থা কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের পক্ষ থেকে উপজেলার ৪শ পরিবারে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এই খাদ্য সহায়তা বিতরন করা হয়। সৌদি সংস্থাটির অর্থায়নে বাংলাদেশের মাঠ পর্যায়ে কাজ করা বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর রিলিফ, ওয়েলফেয়ার এন্ড ডেভলাপমেন্ট (ওঙজডউ) এই বিতরন কার্যক্রম তদারকি করে।

অনুষ্ঠানে সংস্থাটির পক্ষ থেকে উপজেলার ৪শ অসহায় ও দুঃস্থ পরিবারের হাতে একটি করে ফুড প্যাকেট প্রদান করা হয়। প্রতিটি ফুডপ্যাকেটে ১ কেজি চাল, ৭ কেজি মশুরডাল, ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি লবন ও ৩ কেজি চিনি প্রদান করা হয়।

চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার এম এনামুল হক এর সভাপতিত্বে এই খাদ্য সহায়তা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি সংস্থার পক্ষে বাংলাদেশের মাঠ পর্যায়ে কাজ করা ওঙজডউ এর প্রতিনিধি শায়খ আব্দুল্লাহ, মোহাম্মদ খালিদ, আলী বুজাইর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবীর সোহেল, উপজেলা আওয়ামী লীগের সদস্য চাঁদনী কবীর, চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য প্রভাষক হারুন অর রশীদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মেহেদী হাসান, ছাত্রলীগ নেতা এইচএম ফিরোজ, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন প্রমুখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর