যশোরের অভয়নগরের আলোচিত শামীম হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি সন্ত্রাসী আরমান আকুঞ্জিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের আইসি রইসুল ইসলাম ও এসআই সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি যৌথ টিম ফুলতলা বাজারের শ্বশুরবাড়ি এলাকা থেকে অভিযান পরিচালনা করে সন্ত্রাসী আরমানকে আটক করে।
আটক আরমান শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের মিঠু আকুঞ্জির ছেলে। তিনি আলোচিত ইউপি সদস্য নুরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এ ঘটনায় অভয়নগর থানায় পৃথক একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।

শামীম হত্যা মামলায় আটক অন্যরা হলেন শুভরাড়া ইউনিয়নের বাবুরহাট এলাকার বাবু শেখের ছেলে নাইম শেখ (২৫) এবং একই এলাকার মজিদ গাজীর ছেলে মিজান গাজী (২১)। পুলিশ জানায়, এলাকাবাসীর সহযোগিতায় চিহ্নিত এসব সন্ত্রাসীদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, শনিবার রাত আড়াইটার দিকে প্রথমে নাইম গাজীকে বাবুরহাট বাজারের তার মায়ের বাড়ি থেকে আটক করা হয়। এরপর রাত সাড়ে তিনটায় ফুলতলায় দেলোয়ার গাজীর বাড়ি থেকে আরমান আকুঞ্জিকে আটক করা হয়। সকাল সাতটায় নিজ বাড়ি থেকে অপর আসামি মিজানকে আটক করা হয়। তাদের মধ্যে আরমান আকুঞ্জির বিরুদ্ধে চারটি ও মিজানের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
বিশেষ প্রতিনিধি







