গত ১০ সেপ্টেম্বর ‘চৌগাছায় বলু দেওয়ানের মেলার শুরুতেই জুয়ার আসর, ধাওয়া দিয়ে উচ্ছেদ ‘ শিরোনামে প্রকাশিত সংবাদটির একটি অংশে ভিন্নমত প্রকাশ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান ও সদস্যসচিব আবু বক্কর। তাদের দাবি , সংবাদে উল্লেখ করা হয়েছে জুয়ারীরা প্রচার করেছেন এ কাজের সাথে মেহেদী ও আবু বক্করের সম্পৃক্ততা রয়েছে। যা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। মুলত মেহেদী ও আবু বক্কার এলাকার পরিচিত মুখ। এছাড়া তাদের উপজেলা জুড়ে সুনাম ও জনপ্রিয়তা রয়েছে। জুয়ারিরা তাদের অবৈধ জুয়ার ব্যবসা পরিচালনার ক্ষেত্রেই মেহেদি ও বক্কারের নাম ভাঙিয়েছে। এ ঘটনার সাথে মেহেদী ও বক্কারের কোনো সম্পৃক্ততা নেই। সংবাদের এ অংশের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান ও সদস্যসচিব আবু বক্কর।







