Friday, December 5, 2025

যশোর জেলা জামায়াতের আমিরের উপস্থিতিতে বাঘারপাড়ায় অনুষ্ঠিত জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

আজম খান, বাঘারপাড়া: যশোর জেলা জামায়াতের আমিরের উপস্থিতিতে বাঘারপাড়ায় জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু মহল-এর উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মুখোমুখি হয় মাগুরা জেলা ফুটবল একাদশ বনাম বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি।

হাজারো দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনায় ভরা ম্যাচে ৩-২ গোলের ব্যবধানে জয় পায় মাগুরা জেলা ফুটবল একাদশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য হাফেজ মো. আনিছুর রহমান বিপ্লব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির ও (৮৮-৪) আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. গোলাম রসুল।

এছাড়া উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রফিকুল ইসলাম, অধ্যাপক আশরাফ আলী, ইউনিয়ন জামায়াতের আমির মো. আবু মুছা, যুব জামায়াতের সভাপতি মাস্টার শহিদুল ইসলাম বুলবুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মাওলানা সোহরাব হোসেন, বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. আক্তার হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. সুমন হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর