লামা (বান্দরবান) প্রতিনিধি: “প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লামা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ২০২৫। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, লামা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমির হোসেন আমু, বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রব এবং লামা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কাজি মোঃ ইব্রাহিম।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন, “প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার আমাদের জাতীয় অগ্রযাত্রার জন্য অপরিহার্য। শিক্ষার আলো সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে হবে। নিরক্ষরতা দূরীকরণে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
আলোচনায় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির বিকাশের এ যুগে সাক্ষরতা শুধু পড়া-লেখার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ডিজিটাল জ্ঞান অর্জনও এখন সমান গুরুত্বপূর্ণ। জাতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাক্ষরতার বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, সকল বয়সী মানুষকে শিক্ষা ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চার মাধ্যমে এগিয়ে আসতে হবে।







