বেনাপোল প্রতিনিধি : ভারত-বাংলাদেশের মধ্যে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ৩১৯ ট্রাকের মাধ্যমে আমদানি-রফতানি বাণিজ্য সম্পন্ন হয়েছে। একই সময়ে দুই দেশের মধ্যে মোট ১ হাজার ৩০৬ জন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেছেন।
বেনাপোল বন্দর কর্তৃপক্ষ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছে।
বন্দরের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে ৩০৫টি ট্রাকে আমদানি-রফতানি হয়েছে। এর মধ্যে ভারত থেকে এসেছে ২০৬টি ট্রাকে শিল্পের কাঁচামাল, তৈরি পোশাক, কেমিকেল, কসমেটিকস, গার্মেন্টস, শিশু খাদ্য, যন্ত্রাংশ, মাছ ইত্যাদি।
বাংলাদেশি পণ্য ভারতে রফতানি হয়েছে ৯০টি ট্রাকে। রফতানি পণ্যের মধ্যে বসুন্ধরা টিসু, কাঁচা লোহা, ওয়ালটন ফ্রিজ, জুতা, কেমিকেল ও মাছসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।
ইমিগ্রেশন তথ্য অনুযায়ী, ভোর সাড়ে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১ হাজার ৩০৬ জন যাত্রী যাতায়াত করেছেন। এর মধ্যে ৫৭০ জন গেছেন ভারতে এবং ভারত থেকে ফিরেছেন ৭৩৪ জন।
বন্দর সূত্র জানায়, ৫ আগস্টের পর থেকে ভিসা জটিলতার কারণে পাসপোর্টধারী যাতায়াত কমেছে। একইসঙ্গে একের পর এক বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে দুই দেশের আমদানি-রফতানি অর্ধেকের বেশি হ্রাস পেয়েছে।
বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুর রহমান জানান, সর্বশেষ ১ সেপ্টেম্বর ভারত থেকে কার্গো রেলে ১০০টি ট্রাক্টর আমদানি হয়েছে। তবে ৫ আগস্টের পর থেকে ঢাকা-বেনাপোল-কলকাতা রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।







