যশোরের বেনাপোলে স্বামীর ওপর অভিমানে গলায় ফাঁস দিয়ে রিয়া (১৯) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। মৃত রিয়া ঝিনাইদহ সদর উপজেলার পুতাহাটি গ্রামের রাজুর স্ত্রী। বর্তমানে তারা যশোরের বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ ও পরিবার জানায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে স্বামী মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমান করে রিয়া নিজ শয়নকক্ষের বারান্দার রেলিংয়ে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রিয়ার মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
বেনাপোল প্রতিনিধি