Friday, December 5, 2025

চুড়ামনকাটির উসমানিয়া কারীমিয়া কিরায়াতুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

চুড়ামনকাটি প্রতিনিধি: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি উসমানিয়া কারীমিয়া কিরায়াতুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সেক্রেটারি মো. মাহমুদুল হাসান মামুন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর সিদ্দিক, ইউসুফ হোসেন, শাহজালাল, জাকির হোসেন, শফিকুল ইসলাম মিলন, রাশেদ হোসেন ও আব্দুল আলিম।

দ্বিতীয় সাময়িক পরীক্ষায় বিভিন্ন শ্রেণির শীর্ষস্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।

প্লে গ্রুপে: ১ম আনাবিয়া, ২য় সাইম, ৩য় তানহা।

নার্সারিতে: ১ম মুনতাহা, ২য় মুজাহিদ, ৩য় তামিম।

এছাড়া এক মাস রোজা রাখার জন্য চতুর্থ শ্রেণির হাসান, হুসাইন, নাম্মী, ফাতেমা, রাবিয়া; তৃতীয় শ্রেণির তাওহিদ; দ্বিতীয় শ্রেণির মেহরাব, ফাতেমা ও আল-হুসাইনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য উৎসাহ দেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর