Friday, December 5, 2025

শ্বশুর বাড়ী থেকে বাবার বাড়িতে এসে প্রেমিকের হাতে কিশোরী খুন

নড়াইলের নড়াগাতিতে ১৬ বছর বয়সী এক কিশোরীকে হত্যা করে লাশ গুমের অভিযোগে প্রেমিক সোহেল সরদারকে (২০) আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পুলিশ জানায়, মামলার বাদী সীমা খাতুনের মেয়ে মুন্নি খানম ওরফে বৃষ্টি (১৬) ২৯ আগস্ট বিকেলে বাবার বাড়িতে বেড়াতে এসে সন্ধ্যায় উঠানে মোবাইলে কথা বলছিলেন। ঐদিন রাত ৯টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পাননি।

২ সেপ্টেম্বর সকালে নড়াগাতির দক্ষিণ নড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবায় কচুরিপানার ভেতর থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার হয়। পরে তা মুন্নি খানমের বলে সনাক্ত করেন তার স্বজনরা।

এ ঘটনায় ৩ সেপ্টেম্বর নড়াগাতি থানায় হত্যা মামলা  দায়ের করা হয়।

পিবিআই জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতায় আসামি সোহেলকে শনাক্ত করে একই দিন রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল জানায়, মুন্নির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ২৯ আগস্ট রাত ৯টার দিকে নড়াগাতির নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে দেখা করতে গিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সে মুন্নিকে শ্বাসরোধে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয়। এরপর ভিকটিমের গলায় থাকা চেইনটি স্বর্ণ ভেবে নিয়ে যায়। পরে সেটি ইমিটেশন মনে করে নিজ বাড়ির পাশের বাঁশঝাড়ে ফেলে দেয়।

সোহেলের দেখানো মতে পুলিশ ওই চেইনটি উদ্ধার করেছে। আটক আসামি ও জব্দ করা আলামত আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে পিবিআই যশোর কার্যালয়ে আনা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর