মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ দীর্ঘদিন অসুস্থ থাকার পর, শারীরিক যন্ত্রণায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সী শার্শা ৫নং পুটখালী ইউনিয়ন বিএনপির প্রাক্তন নেতা মিজানুর রহমান মড়ল মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার সময় তার মৃত্যু হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় ২নং ওয়ার্ড পুটখালী গ্রামের নিজ বাড়িতে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নেতৃবৃন্দসহ, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম, ৫নং পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান, পুটখালী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, বিএনপির নেতা অলিয়ার রহমান, কবিরুল, কন্যাদহ ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, বিএনপির নেতা মিন্টু বিশ্বাস, কর্মী আশানুর রহমান এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান বৃন্দ।
আর কে-০৬







