শোর জেলার সদর উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা, কামালপুর ও তোলা গোলদারপাড়া সংলগ্ন মুক্তেশ্বরী নদীতে বৃহস্পতিবার বিকালে বৃহৎ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত পৃথক তিনটি অভিযানে নদী থেকে ১১টি অবৈধ ভেসাল জাল, পাটা/বাঁধ ও আড়বাঁধ উচ্ছেদ করা হয়।
অভিযানকালে প্রায় ১ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ, বিল হরিণা বাঁচাও আন্দোলনের আহ্বায়কসহ মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান চলমান থাকবে এবং নদীর জীববৈচিত্র্য রক্ষা ও মাছের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের জন্য এ ধরনের পদক্ষেপ অব্যাহত রাখা হবে।







