Friday, December 5, 2025

গুগল উন্মোচন করল নতুন এআই ভিডিও অ্যাপ ‘ভিডস’

ভিডিও তৈরি এখন আর শুধু পেশাদারদের সীমাবদ্ধ নয়। গুগল সম্প্রতি চালু করেছে তাদের নতুন এআই-নির্ভর অ্যাপ ‘ভিডস’, যা ব্যবহারকারীদের মাত্র কয়েকটি লেখা বা ছবি ব্যবহার করেই আধুনিক ভিডিও তৈরির সুযোগ দেবে।

‘ভিডস’-এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা পরিচালিত। ব্যবহারকারীরা টেমপ্লেট, স্টক মিডিয়া ও এআই সুবিধা কাজে লাগিয়ে খুব সহজে শর্ট ভিডিও তৈরি করতে পারবেন। এমনকি শুধু টেক্সট বা ছবি দিলেই স্বয়ংক্রিয়ভাবে একটি ভিডিও তৈরি হয়ে যাবে।

অ্যাপটিতে একটি ভার্চুয়াল এআই অ্যাভাটারও থাকবে, যা ভিডিওতে উপস্থাপকের মতো তথ্য তুলে ধরবে। এর ফলে ব্যবসার প্রচারণা, অফিস প্রেজেন্টেশন বা প্রশিক্ষণমূলক ভিডিও তৈরি আরও সহজ হয়ে যাবে।

গুগল জানায়, এই অ্যাপটি সরাসরি গুগল ডকস, শিটস ও স্লাইডস-এর মতো ওয়ার্কস্পেস অ্যাপের সঙ্গে যুক্ত থাকবে। ফলে ব্যবহারকারীরা সহজেই তাদের বিদ্যমান ডেটা ব্যবহার করে ভিডিও বানাতে পারবেন।

প্রাথমিকভাবে ব্যবহারকারীরা নির্দিষ্ট ছবি থেকে ৮ সেকেন্ডের ছোট ভিডিও তৈরি করতে পারবেন। গুগলের দাবি, এই অ্যাপ ব্যবহার করে কোম্পানিগুলো সহজেই পণ্যের ডেমো, প্রমোশনাল কনটেন্ট বা ট্রেনিং ভিডিও বানাতে পারবে, যা সময় ও অর্থ সাশ্রয় করবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর