Friday, December 5, 2025

যশোরে শিশু শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

যশোরের চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের বড় কাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাসের আলীর বিরুদ্ধে  শিশু শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর থেকেই তিনি বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছেন। বিষয়টি প্রথমে গোপন রাখার চেষ্টা করা হলেও এখন তা প্রকাশ্যে এসেছে এবং ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এর আগেও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল এবং তাকে জেলও খাটতে হয়েছিল।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী জানান, প্রধান শিক্ষক তাসের আলী প্রায়শই কোমলমতি শিশুদের যৌন নিপীড়ন করেন। গত ৬ আগস্ট এ বিষয়টি স্থানীয়দের কানে গেলে তারা স্কুল ঘেরাও করেন। খবর পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে এসে প্রধান শিক্ষককে উদ্ধার করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় শিশু শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জানায়।

আরও জানা যায়, তাসের আলী যখন গয়ড়া, মাধবপুর ও বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, তখনও তিনি ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন। এ কারণে ২০২২ সালে তার বিরুদ্ধে মামলা হয় এবং তাকে কারাবরণও করতে হয়। এতকিছুর পরও তিনি একই ধরনের অপরাধে লিপ্ত আছেন বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে গয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বল্লভপুর স্কুলের শিক্ষক, মেম্বার হবি, মেম্বার সাইফুল ইসলামসহ অনেকের সঙ্গে কথা বললে তারা সবাই অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে একই অভিযোগ করেন। তারা জানান, তাসের আলী যেখানেই কাজ করেন, সেখানেই তিনি এই ধরনের অপকর্ম করেন, যার জন্য জনপ্রতিনিধিদের সালিশ-বিচার করতে হয়েছে।

তবে, বড় কাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাসের আলী এসব অভিযোগ অস্বীকার করে এটিকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তিনি ৬ আগস্টের পর থেকে কেন স্কুলে যাচ্ছেন না জানতে চাইলে কল কেটে দেন।

উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান জানান, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

একটি সূত্র জানায়, তাসের আলীর ভাই নাসির ও জাহাঙ্গীর এই বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছেন। স্থানীয়রা অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে, এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেয়া হয়নি।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর