আজম খাঁন, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ার বাসুয়াড়ী ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ পরিকল্পনা ও মুল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থ বছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে সাইটখালী গ্রামে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় কৃষক আজিজার রহমান আলী। কর্মশালায় অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকতার্ সাইয়েদা নাসরিন জাহান, সম্প্রসারণ অফিসার মোহাম্মদ ইয়ামিন হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল করিম। কর্মশালায় তিনটি গ্রুপের ১শ২৫ জন কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার রায়পুর ইউনিয়নে কয়ালখালী গ্রামে এ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।







