Friday, December 5, 2025

রাজস্ব বঞ্চিত করছে বিতর্কিত নির্দেশনা: জয়ের বিতর্কিত আদেশেই চলছে বিটিআরসি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দেওয়া প্রশাসনিক নির্দেশনার ভিত্তিতেই পরিচালিত হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক এসএমএস খাত থেকে সরকার প্রতিবছর প্রায় ২০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

২০০৮ সালে আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) চালুর পরও আন্তর্জাতিক এসএমএস সেবা মোবাইল অপারেটরদের হাতে তুলে দেওয়া হয়। অথচ বিদ্যমান লাইসেন্সিং গাইডলাইনস ও আন্তর্জাতিক দূরপাল্লার টেলিযোগাযোগ সেবা নীতিমালা (আইএলডিটিএস) অনুযায়ী সব ধরনের আন্তর্জাতিক সেবা আইজিডব্লিউর মাধ্যমে পরিচালনার কথা ছিল। অভিযোগ রয়েছে, বিদেশি মোবাইল অপারেটরদের চাপের কারণেই বিটিআরসি নীতিমালা বাস্তবায়নে ব্যর্থ হয়।

২০১৭ সালে বিটিআরসি একাধিক বৈঠক করে আন্তর্জাতিক এসএমএস সেবা আইজিডব্লিউর আওতায় আনার সিদ্ধান্ত নেয় এবং খসড়া ট্যারিফও নির্ধারণ করে। তবে ২০২০ সালের অক্টোবরে এ সংক্রান্ত প্রস্তাব আইসিটি উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হলে তা নাকচ হয়। তার নির্দেশনায় সেবাটি মোবাইল অপারেটরদের কাছেই থেকে যায়, যা এখনো বহাল রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রতি মাসে গড়ে তিন কোটির বেশি আন্তর্জাতিক অ্যাপ্লিকেশন টু পারসন (এটুপি) এসএমএস আসে। গড় বাজারদর অনুযায়ী এর মূল্য প্রায় ২৪ লাখ মার্কিন ডলার। বর্তমানে বিটিআরসি এ খাত থেকে সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার ডলার রাজস্ব পায়। কিন্তু নীতিমালা মেনে আইজিডব্লিউর মাধ্যমে পরিচালিত হলে বিটিআরসি মাসে অন্তত ১২ লাখ ডলার আয় করতে পারত। অর্থাৎ বর্তমানের তুলনায় প্রায় আট গুণ বেশি রাজস্ব আয় সম্ভব হতো।

বিশ্লেষকরা বলছেন, বিদেশি মোবাইল অপারেটররা তাদের বিদেশি সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে একতরফা চুক্তি করে আন্তর্জাতিক এসএমএস সেবা পরিচালনা করছে। এতে প্রকৃত ট্যারিফ আড়াল হচ্ছে, বৈদেশিক মুদ্রা দেশ থেকে বের হয়ে যাচ্ছে এবং মানি লন্ডারিং ও জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে।

আইজিডব্লিউ অপারেটরদের সংগঠন (আইওএফ) অভিযোগ করেছে, নীতিমালার ভিত্তিতে বিনিয়োগ করলেও এখন পর্যন্ত তারা এসএমএস ব্যবসা পরিচালনার অনুমতি পাচ্ছেন না। এ খাতে পাঁচ হাজার কোটি টাকারও বেশি দেশীয় বিনিয়োগ রয়েছে। তারা মনে করছেন, দেশীয় কোম্পানিগুলো সক্ষম হওয়া সত্ত্বেও বিদেশি প্রতিষ্ঠানের হাতে বাজার ছেড়ে দেওয়া অগ্রহণযোগ্য।

এ বিষয়ে বিটিআরসি কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদ বলেন, আন্তর্জাতিক এসএমএস খাতে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনা ছিল। বর্তমানে মোবাইল অপারেটর ও আইজিডব্লিউদের কাছ থেকে প্রস্তাব নেওয়া হয়েছে। সরকার ও জনগণের স্বার্থে যেটি ভালো হবে এবং রাজস্ব বাড়াবে, সে সিদ্ধান্তই নেওয়া হবে। তবে তিনি বছরে ২০০ কোটি টাকা রাজস্ব বঞ্চিত হওয়ার অভিযোগকে সঠিক বলে মনে করেন না।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর