Friday, December 5, 2025

নড়াইলে কিশোর ভ্যানচালক সুমন হত্যা: রহস্য উন্মোচন, আটক শাহাদাৎ

নড়াইল প্রতিনিধি | হাফিজুল নিলু:  লোহাগড়া উপজেলার ডহরপাড়া গ্রামের কিশোর ভ্যানচালক সুমন মোল্লা (১৫) হত্যার ঘটনায় পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোরের ছায়া তদন্তে শাহাদাৎ হোসেন (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে। বুধবার  রাত ১টা ৩৫ মিনিটে লোহাগড়া থানার রঘুনাথপুর এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়। পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদাৎ ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে সুমনকে হত্যার কথা স্বীকার করেছে। তাকে বুধবারই আদালতে সোপর্দ করা হয়।

পিবিআই সূত্রে জানা যায়, ২১ আগস্ট ২০২৫ সকাল প্রায় ১০টার দিকে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় সুমন। দুপুরে বাড়িতে খাওয়ার কথা বললেও সে আর ফেরেনি। পরিবার-পরিজন রাতভর খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে ২২ আগস্ট দুপুরের দিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানার গোপালপুর বাজার থেকে সুমনের ভ্যানটি উদ্ধার করা হয়, তবে সুমনের খোঁজ মেলে না। ওইদিনই সুমনের মা সামেলা বেগম লোহাগড়া থানায় জিডি নং ১০৫৮ দায়ের করেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পিবিআই যশোর ছায়া তদন্ত শুরু করে।  ২৪ আগস্ট  বিকেল ৫টার দিকে লোহাগড়া উপজেলার কামঠানা এলাকায় সিডি বাজার–কালনা সড়কের পূর্ব পাশে ওয়াপদা খাল থেকে সুমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে লোহাগড়া থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় সুমনের মা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে, লোহাগড়া থানা মামলা রুজু করে; মামলার তদন্তভার পিবিআই যশোর গ্রহণ করে।

পিবিআই জানায়, আটক শাহাদাৎ লাহুড়িয়া তালুকপাড়া গ্রামের  রমজান শেখ ও পারভীন নাহার-এর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে টাকা প্রয়োজন হওয়ায় ভ্যান চুরির পরিকল্পনা করে বলে জানায়। পরিকল্পনা অনুযায়ী সুমনকে হত্যা করে ভ্যানটি নিয়ে পালানোর সময় ভ্যানের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে গোপালপুর বাজারে সেটি ফেলে রেখে সে পালিয়ে যায়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর