Friday, December 5, 2025

আজকের রাশিফল

আজ জন্মদিন যাদের (পাশ্চাত্যমতে কন্যা) বুধ, শনি ও কেতুর প্রভাব সক্রিয়। মকর রাশির বন্ধুদের সাথে সম্পর্কে শুভ ফল মিলবে। পিতামাতার ধন-সম্পত্তি ফেরত পাওয়ার ইঙ্গিত। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয়। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। বেকারদের মুখে হাসি ফুটবে। কাজ–ব্যবসায় বাড়তি দায়িত্ব আসতে পারে।

মেষ (২১ মার্চ–২০ এপ্রিল): দীর্ঘদিনের স্বপ্ন পূরণে অগ্রগতি। পিতা–মাতা ও গুরুজনের সহযোগিতা মিলবে। সন্তানদের জন্য দিনটি মাইলফলক। মনের ইচ্ছা পূরণে সুখবর। প্রেম, ভ্রমণ ও বিনোদনে শুভ যোগ।

বৃষ (২১ এপ্রিল–২০ মে): দ্রুতগতির যান এড়িয়ে চলুন। নানা দিক থেকে উন্নতি; ব্যাংক ব্যালান্স বাড়তে পারে। বিচ্ছিন্ন দাম্পত্যে মিলের সম্ভাবনা। অতিথি সমাগমে ঘর-সংসার প্রাণবন্ত; নতুন সদস্যের আগমন ঘটতে পারে।

মিথুন (২১ মে–২০ জুন): চাকরিপ্রত্যাশীদের জন্য শুভ সময়। নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়িত হবে। বিদেশ যাওয়া বা ফেরা—দুই পথেই সুযোগ। মামলা-মোকদ্দমায় জয় ও বিরোধীদের পরাস্ত করার ইঙ্গিত।

কর্কট (২১ জুন–২০ জুলাই): হাতে আসার আগেই খরচ বাড়ার প্রবণতা। ব্যবসায় মন্দাভাব। শত্রুপক্ষের চাপ ও সম্পর্কে টানাপোড়েন। দাম্পত্যে অশান্তি ও সন্তানের আচরণে দুঃখ পেতে পারেন। নেশা-জুয়া ও অতিরিক্ত লৌকিকতা থেকে দূরে থাকুন।

সিংহ (২১ জুলাই–২০ আগস্ট): ঘরে নতুন আসবাব বা পোশাক আসতে পারে। নিঃসন্তান দম্পতিরা সুখবর পেতে পারেন। বিয়েরযোগ্যদের জন্য অনুকূল সময়। অংশীদারি ব্যবসা প্রসারিত হবে; সন্তানদের দিনও উজ্জ্বল।

কন্যা (২২ আগস্ট–২২ সেপ্টেম্বর): লটারি/জুয়া/রেস এড়িয়ে চলা ভালো। কর্মী–সহযোগীদের সাথে নমনীয় থাকুন। ভয়–লজ্জা–দ্বিধা কাটাতে আত্মনিয়ন্ত্রণ দরকার। দুর্ঘটনা এড়াতে নিজেকে সংযত রাখুন। কারখানা/উৎপাদনে গতি কমতে পারে; প্রতিযোগিতায় না যাওয়াই শ্রেয়।

তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর): বাড়ি–জমি–যানবাহন কেনার স্বপ্ন এগোতে পারে। কাজ–ব্যবসায় অতিরিক্ত দায়িত্বের সাথে সফলতার সম্ভাবনা। পিতামাতার সাথে মতভেদ কমবে। বুদ্ধিমত্তা ও প্রযুক্তি–কৌশল কাজে লাগবে। পড়াশোনা ও বিদেশযাত্রায় শুভ।

বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর): টাকার টান কাটবে; সুখ–সমৃদ্ধি বাড়বে। দাম্পত্য কলহ মিটে যাওয়ার ইঙ্গিত। ছোটদের সাফল্য। অংশীদারি কাজে প্রচার–প্রসার। অতিথি সমাগমে ঘর ব্যস্ত; লৌকিকতায় খরচ বাড়তে পারে। ভাঙা সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা।

ধনু (২২ নভেম্বর–২০ ডিসেম্বর): বিদেশি সূত্রে লাভ। ক্যারিয়ার–পড়াশোনা–স্বাস্থ্য নিয়ে চিন্তা কমবে। স্বপ্ন বাস্তবের কাছাকাছি। বিয়েরযোগ্যদের জন্য শুভ সংবাদ। কর্মদক্ষতা পদোন্নতির পথ খুলতে পারে; রাগ–জেদ নিয়ন্ত্রণে রাখুন।

মকর (২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি): ভাগ্যের সহায়তা মিলবে; নতুন সুযোগ হাতছানি দেবে। পিতামাতার পূর্ণ সহযোগিতা। অন্ন–বস্ত্র–বাসস্থানের টানাপোড়েন কমবে। নতুন নথিপত্র/চুক্তির সম্ভাবনা। আত্মীয়তায় সখ্য বাড়বে।

কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি): জীবিকার ভিত্তি দৃঢ় হবে। ঘরে নতুন আসবাব/পোশাক যোগ হতে পারে। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা কাটার ইঙ্গিত। নতুন পরিকল্পনা বাস্তবায়নে গতিময়তা। মনোবল ও অর্থভাগ্য উর্ধ্বমুখী; শিক্ষার্থীদের দিনটা গর্বের।

মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ): আয় বুঝে ব্যয় করুন; আগেই খরচের তালিকা তৈরি হতে পারে। সহকর্মীদের সাথে সম্প্রীতি বজায় রাখুন। পরিবারের প্রবীণের স্বাস্থ্য খারাপ হতে পারে। দাম্পত্যে তিক্ততা সম্ভব, তবে শিক্ষার্থীদের জন্য দিন ভালো। ইলেকট্রনিক্স মেরামতে বাড়তি খরচ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর