Friday, December 5, 2025

বেনাপোলে সাংবাদিক সাজেদুরের বড় ভাই আব্দুস সাত্তার মোড়লের ইন্তেকাল

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ দীর্ঘদিন অসুস্থ থাকার পর না ফেরার দেশে চলে গেলেন বেনাপোল পৌরসভার ৮নং ওয়ার্ড ছোট আঁচড়া গ্রামের সাংবাদিক সাজেদুর রহমানের বড় ভাই আব্দুস সাত্তার মোড়ল। মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম আব্দুস সাত্তার মোড়ল দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। উন্নতি না হওয়ায় সোমবার তাকে বাড়িতে আনা হয়। বাড়িতে এক রাত থাকার পর ভোরে তিনি ইন্তেকাল করেন।

মঙ্গলবার সকাল ১১টায় ছোট আঁচড়া গ্রামের ঈদগাহ মাঠ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

জানাজায় বিএনপি ও জামায়াতে ইসলামের সিনিয়র নেতৃবৃন্দ, বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বকুল মাহবুব, সাংবাদিক সাজেদুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মোঃ খলিলুর রহমানসহ অসংখ্য গ্রামবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আর কে-০৮

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর