Friday, December 5, 2025

কেশবপুরে বিল খুকশিয়া–২৭ বিলে পাওয়ার পাম্প স্থাপন নিয়ে মতবিনিময়

রনি হোসেন, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে বিল খুকশিয়া–২৭ বিলে পাওয়ার পাম্প স্থাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার পাঁজিয়া মাছবাজার প্রাঙ্গণে এ সভা হয়।

বিল খুকশিয়া–২৭ বিল সেচ ও পানি নিষ্কাশন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মো. মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন কমিটির নির্বাহী সদস্য ও পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম শহিদ।

বক্তারা বলেন, বিলে পাওয়ার পাম্প স্থাপিত হলে সেচের দীর্ঘদিনের সংকট দূর হবে। কৃষকরা সহজে পানি পাবে—ফলে বছরে তিন ফসল চাষ সম্ভব হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকের আর্থিক সচ্ছলতা আসবে।

তারা আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে পানি নিষ্কাশন ব্যবস্থাও উন্নত হবে, যা কৃষির পাশাপাশি মাছ চাষেও ইতিবাচক প্রভাব ফেলবে। বক্তারা সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় দ্রুত পাওয়ার পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর