Friday, December 5, 2025

আপনার যেতে দেরি হবে, ফোন দিয়ে জানিয়ে দেবে জেমিনি

টেক ডেস্ক | ২৫ আগস্ট ২০২৫

জেমিনি লাইভে বড় আপডেট: ফোনের অ্যাপের সঙ্গে গভীর ইন্টিগ্রেশন, আরও স্বাভাবিক ভয়েস
মেসেজ–কল–নেভিগেশন সবই এক জায়গায়; ২৮ আগস্ট প্রথমে পিক্সেল ১০–এ, এরপর অ্যান্ড্রয়েড ও আইওএসে ধাপে ধাপে উন্মুক্ত

গুগল তাদের রিয়েল‑টাইম এআই অ্যাসিস্ট্যান্ট ‘জেমিনি লাইভ’-এ একগুচ্ছ নতুন সক্ষমতা যোগ করছে, যাতে শুধু তথ্য দেওয়ার বদলে আপনার দৈনন্দিন যোগাযোগ ও কাজও সরাসরি সামলে দিতে পারে। নতুন ইন্টিগ্রেশনের ফলে নেভিগেশন, মেসেজিং ও কল—সবকিছুই জেমিনির ভেতর থেকে করা যাবে।

কী আসছে নতুন

  • অ্যাপ ইন্টিগ্রেশন: নেভিগেশনের সময় রুট বদলাতে বা দেরির খবর জানাতে আলাদা অ্যাপ খোলার দরকার নেই। যেমন, আপনি বলতে পারবেন—“এই রুট ভালো। এখন অ্যালেক্সকে মেসেজ পাঠাও যে আমি ১০ মিনিট দেরি করব।” জেমিনি আপনার হয়ে মেসেজ খসড়া করে পাঠিয়ে দেবে এবং প্রয়োজনে কল করতেও সহায়তা করবে।

  • অন‑স্ক্রিন হাইলাইট ও ক্যামেরা শেয়ার: স্ক্রিনে সরাসরি বক্স এঁকে জেমিনি দেখিয়ে দেবে কোন জিনিসটির দিকে নজর দিতে হবে। ধরুন, টেবিলে রাখা টুলের মধ্যে সঠিকটি খুঁজছেন—স্মার্টফোনের ক্যামেরা ধরলেই জেমিনি লাইভ সঠিক টুলটি হাইলাইট করবে।

  • নতুন অডিও মডেল: এআই‑এর কণ্ঠস্বর আরও প্রাকৃতিক ও প্রাসঙ্গিক টোনে শোনাবে। কোনো চাপের বিষয়ে জিজ্ঞেস করলে শান্ত স্বরে উত্তর, আবার গল্প বললে নাটকীয় টোন—এমনকি উপযুক্ত অ্যাকসেন্টও ব্যবহার করতে পারবে।

  • স্পিচ কন্ট্রোল: ব্যবহারকারীরা জেমিনির কথা বলার গতি বাড়াতে বা কমাতে পারবেন—যেমনটা বর্তমানে উন্নত ভয়েস মোডে করা যায়।

কবে থেকে ব্যবহার করা যাবে

এই সুবিধাগুলো প্রথমে পিক্সেল ১০–এ আসছে, যার বাজারে আসার তারিখ ২৮ আগস্ট। একই সময়ে অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসেও ফিচারগুলোর রোলআউট শুরু হবে। পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে আইওএস ব্যবহারকারীরাও আপডেটটি পাবেন।

কেন গুরুত্বপূর্ণ

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এআই চ্যাটবটগুলো এখন কেবল তথ্য সরবরাহকারী নয়—ব্যবহারকারীর রিয়েল‑টাইম সহকারী হিসেবে কাজের প্রবাহের ভেতর ঢুকে পড়ছে। জেমিনি লাইভের নতুন আপডেটগুলো তাই দৈনন্দিন নেভিগেশন, মেসেজিং ও কল ব্যবস্থাপনাকে আরও সহজ করবে। বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্ম—যারা নিয়মিত স্মার্টফোনে কাজের দিকনির্দেশনা, বার্তা আদান‑প্রদান বা টাস্ক ম্যানেজমেন্টে এআই ব্যবহার করেন—তাদের জন্য এটি উল্লেখযোগ্য সুবিধা হতে পারে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর