Friday, December 5, 2025

শার্শায় বন্যার্ত ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল প্রতিনিধিঃ শার্শা উপজেলায় বন্যায় পানিবন্দী দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৫ আগস্ট) সকাল ৮টার দিকে ৯নং উলাশী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কন্যাদহ দাখিল মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবার এবং অন্যান্য ইউনিয়নের আরও ৫০টি পরিবারসহ মোট ১০০টি পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান। তিনি জানান, প্রতিবছর ভারতীয় উজানের পানির ঢলে এ অঞ্চলের মানুষ দুর্ভোগ পোহায়। এ সমস্যা সমাধানে দাউদখালী রুদ্রপুর এলাকায় সুইচগেট ও বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে। এতে স্থায়ীভাবে বন্যার সমস্যার সমাধান হবে।

ইউএনও আরও জানান, উপজেলায় বরাদ্দকৃত ১৬ টন চালের মধ্যে ৬ টন ইতোমধ্যে বিতরণ করা হয়েছে, আগামীকাল আরও ১০ টন চাল বিতরণ করা হবে। আজকের ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, লবণ, মশলাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। পর্যায়ক্রমে আরও ত্রাণ বিতরণ করা হবে যাতে কোনো পরিবার বঞ্চিত না হয়।

এ সময় উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়নের প্রশাসক রাশেদুজ্জামান রাসেদ, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক সহিদ আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হজরত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আর কে-০১

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর