শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই। প্রতিটি মানুষের শরীরচর্চা অত্যন্ত জরুরি। এসব কথা বলেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদপ্রার্থী এবং বিশ্বখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
শনিবার বিকেলে চৌগাছার সিংহঝুলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জুলাই শহীদ জাবির-আল-আমিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বকতৃতায় তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা এবং নেতৃত্বের গুণ অর্জন করে। এছাড়াও খেলাধুলা মন প্রফুল্ল রাখে। তাই নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা এবং সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ নেওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে ইউনিয়নের ৮ দলীয় টুর্নামেন্টের বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের মধ্যে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে একই দিনে সিংহঝুলী আলিম মাদ্রাসা মাঠে জাবির আল-আমিন স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ডা. ফরিদ প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।
ক্যাম্পে শিশু, গাইনী, চক্ষু ও মেডিসিন বিশেষজ্ঞরা প্রায় ২ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন এবং সেবা গ্রহীতাদেরকে মিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাবির আল-আমিন স্মৃতি সংসদের উপদেষ্টা পরিষদের সদস্য কামাল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আলী দফাদার, সিংহঝুলী আলিম মাদ্রাসার সভাপতি ও জনতা ব্যাংকের এজিএম মহম্মদ আব্দুল্লাহ, প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান প্রমুখ। বৃষ্টিতেও এলাকার সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতারা অনুষ্ঠানগুলোতে অংশ নেন।
আর কে-১২







