Friday, December 5, 2025

যশোরে তানযীমুল উম্মাহ যশোর শাখার বার্ষিক পুরস্কার বিতরণ

যশোর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে তানযীমুল উম্মাহ যশোর জেনারেল ও প্রি-হিফজ শাখার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে জেনারেল শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিরেক্টর প্রফেসর ড. মো. আব্দুল মতিন। সভাপতিত্ব করেন আ খ ম মাসুম বিল্লাহ। স্বাগত বক্তব্য দেন এম.এম. রবিউল ইসলাম এবং সঞ্চালনা করেন মো. আবুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন মাওলানা মাহফুজুর রহমান, ইকরামুল ইসলাম শাওন ও মাওলানা আশরাফ আলী। এছাড়া শাখা প্রধান মো. আসাদুজ্জামান, গার্লস শাখার প্রধান হাফিজুর রহমান, প্রি-হিফজ শাখার প্রধান সাইফুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকামণ্ডলী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষা কেবল বইমুখী নয়, শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অপরিহার্য। মাদ্রাসা শিক্ষা আগামী প্রজন্মকে দ্বীনি জ্ঞান, চারিত্রিক দৃঢ়তা ও দেশপ্রেমে উজ্জীবিত করবে।”

একই দিন বিকালে তানযীমুল উম্মাহ প্রি-হিফজ মাদরাসার উদ্যোগে আরেকটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মো. রফিকুল হাসান, উপ-পরিচালক স্থানীয় সরকার, যশোর জেলা ও প্রশাসক, যশোর পৌরসভা। অনুষ্ঠানে ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দোয়া ও মুনাজাতের মাধ্যমে প্রাণবন্ত এই আয়োজনের সমাপ্তি ঘটে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর