মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেলেন শার্শার বাহাদুরপুর ইউনিয়নের স্ববাংহুদা গ্রামের শামসের মোড়ল। বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে দীর্ঘদিন অসুস্থ থাকার পর যশোর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
একই দিন সকাল ১১টায় ১নং ওয়ার্ড স্ববাংহুদা গ্রামের হাটখোলা জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
জানাযায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় ইমাম ও গ্রামবাসীসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন, মাওলানা ইউসুফ আলি, বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানার সেক্রেটারি মাওলানা ইলিয়াস, সাবেক অধ্যক্ষ বেনাপোল মনে উলুম ফাজিল মাদ্রাসা মাওলানা ইয়াকুব আলী, জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি।
এ ছাড়া বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিলিয়াত হোসেন বিলা, সাধারণ সম্পাদক আবু তাহের, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম গুন্ডু, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদসহ এলাকার বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তি।
আর কে-০১







