Friday, December 5, 2025

জন্মাষ্টমী কেবল ধর্মীয় উৎসব নয় — আবুল হোসনে আজাদ

জাকির হোসেন, কেশবপুর: জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি আধ্যাত্মিক জাগরণ, সাংস্কৃতিক ধারাবাহিকতা এবং মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল উৎস। শনিবার সকালে কেশবপুর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসনে আজাদ এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি হুমায়ুন কবির পলাশ, যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাস্টার মকবুল হোসনে মুকুল।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস ও হুমায়ুন কবির সুমন, কেশবপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, কোষাধ্যক্ষ কনক কুমার সেনসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর হাজার হাজার শ্রীকৃষ্ণ ভক্তের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর