আজম খাঁন, বাঘারপাড়া: যশোরের বাঘারপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবতা যুগবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের শুভ উদ্বোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ। শনিবার (১৬ আগষ্ট) বাঘারপাড়া কেন্দ্রীয় পূজা মন্দির চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে মঙ্গল শোভাযাত্রা বাঘারপাড়া সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান,বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মনা, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, নারিকেল বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু কুমার সাহা, বাঘারপাড়া পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রণয় সরকার, পৌর শাখার সভাপতি ফেলান দাস, সংগঠনটির সাবেক সভাপতি বাবু হরিপদ, বিএনপি নেতা ফুল মিঞা, পূজা পরিষদ নেতা হরিচাঁদ বিশ্বাস, সুকমল দাস প্রমুখ।







