Friday, December 5, 2025

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি

জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ। শুক্রবার সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এছাড়া বর্ণাঢ্য আয়োজনে যশোরে জন্মাষ্টমী উদযাপন করা হবে বলে জানান নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য সংগঠনটির সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ বলেন, প্রতিবারের মতো এবারেও পূজা উদযাপন পরিষদ জন্মাষ্টমী তথা শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এসকল কর্মসূচি নির্বিঘ্নভাবে উদযাপনে প্রশাসনের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, যশোর ও আটটি উপজেলার অন্তর্গত পূজা পরিষদের উপজেলা ও পৌর শাখাগুলো যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করবে। তিনি বলেন, জন্মাষ্টমী উপলক্ষে পূজা পরিষদের আয়োজনে ১২আগস্ট বকচর মন্দিরে চিত্রাংকন প্রতিযোগিতা, গীতা পাঠ ও শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ শনিবার টাউন হল মাঠে সকাল ৯টায় শ্রীকৃষ্ণের পূজা, ভক্তিগীতি, শতকন্ঠে গীতা পাঠ, শাস্ত্রীয় নৃত্য, আলোচনা ও শোভাযাত্রার উদ্যোগ নেয়া হয়েছে।

সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক মো.আজহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, জেলা জামায়াতে ইসলামীর আমীর গোলাম রসুল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। শোভাযাত্রার উদ্বোধন করবেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। মূখ্য আলোচক থাকবেন রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দজি মহারাজ। উপস্থিত থাকবেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ জয়ন্ত বিশ্বাস, সিআইপি শ্যামল দাস, ডক্টর মৃত্যুঞ্জয় বিশ্বাস, দুলাল সমাদ্দার, অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ, যুগ্ম-সম্পাদক রতন আচার্য্য, অধ্যাপক দেবাশীষ রাহা। সবার উপস্থিতিতে দেশ ও জাতির কল্যাণ কামনায় অনুষ্ঠিত হবে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন।

তপন কুমার ঘোষ আরো বলেন, অনুষ্ঠানে পৌরহিত্য করবেন জেলা পূজা পরিষদের সভাপতি দীপংকর দাস রতন। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ। আলোচক থাকবেন, সদর উপজেলা শাখা সভাপতি রবিন কুমার পাল, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকার, পৌর শাখার সাধারণ সম্পাদক উৎপল ঘোষ। ১০ সহশ্র সনাতনীদের অংশগ্রহণে শোভাযাত্রা টাউন হল মাঠ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে বেজপাড়া পূজা সমিতি মন্দির ও ঘোষ বাড়ীর মাঠে প্রবেশ করবে। দুপুর আড়াইটায় সেখানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ, গীতা পাঠ, চিত্রাঙ্কন প্রতিযোগিতয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া সন্ধ্যা সাড়ে সাতটায় কীর্তন পরিবেশনের মধ্য দিয়ে জন্মাষ্টমীর অনুষ্ঠানিকতা শেষ হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা পূজা পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সহ-সভাপতি জয়ন্ত বিশ্বাস, দুলাল সমাদ্দার, অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ, যুগ্ম-সম্পাদক রতর আচার্য্য, সহ-সাংগঠনিক সম্পাদক অভিজিৎ বিশ্বাস, গণসংযোগ সম্পাদক গৌরব ঘোষ, সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি রবিন কুমার পালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর