Friday, December 5, 2025

লামার ফাইতংয়ে ৬টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

মো. নাজমুল হুদা, লামা: হাইকোর্টের নির্দেশে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে দুইদিনের অভিযানে ৬টি অবৈধ ইটভাটা ভেঙে স্থায়ীভাবে উচ্ছেদ করেছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বুধবার ও বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসক শামীম আরা রিনির নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন, লামা ফায়ার সার্ভিস, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য কর্মকর্তারা।

হাইকোর্টের রায় বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের বৈধ লাইসেন্স না থাকায় ফাইতং ইউনিয়নের ৬টি ইটভাটা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছিল।

অভিযানের প্রথম দিন ভেঙে ফেলা হয় ইবি এম এলাহি ব্রিকস ও সেভেন ব্রিকস ম্যানু সহ মোট ৪টি ইটভাটা। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় তাদের সব কার্যক্রম।

এর আগে পরিবেশ অধিদপ্তর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে অনুরোধ করে।

অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, “পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশে এসব অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। অভিযানের প্রথম দিনে দুটি ইটভাটা ভেঙে কার্যক্রম বন্ধ করার পাশাপাশি সেখানে বৃক্ষরোপণও করা হয়।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর