অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকার ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে অপহরণ ও দুই কোটি টাকা আদায়ের চাঞ্চল্যকর মামলায় বিএনপির বহিষ্কৃত নেতা আসাদুজ্জামান জনির বাবা কামরুজ্জামান মজুমদারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৩ আগস্ট) পুলিশের চাওয়া সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা অভয়নগর থানার এসআই সালাউদ্দিন।
তবে মামলার অন্যতম প্রধান আসামি, বহিষ্কৃত আসাদুজ্জামান জনি এখনও পলাতক রয়েছেন। এর আগে, মামলার আরেক আসামি কামরুজ্জামান মিঠুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এসআই সালাউদ্দিন জানান, গত ২ আগস্ট ব্যবসায়ী টিপুকে দুই কোটি টাকা চাঁদা না পেয়ে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে তার স্ত্রী আসমা খাতুন অভয়নগর থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। প্রধান আসামি কামরুজ্জামান মজুমদারকে আটকের পর আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাতদিন সংবাদ/আর কে-০১







