Friday, December 5, 2025

মণিরামপুরে অবৈধ ঘের উচ্ছেদে প্রশাসনিক জটিলতা, জলাবদ্ধতায় শত শত কৃষক ক্ষতিগ্রস্ত

যশোরের মণিরামপুর উপজেলার জয়পুরের কোচবিলে পানি নিষ্কাশনে বাঁধা সৃষ্টি করা অবৈধ ঘের উচ্ছেদে প্রশাসনের বিলম্বে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় শত শত কৃষক। মঙ্গলবার (তারিখ) দুপুরে কৃষকরা কুদাল হাতে নিয়ে ঘের উচ্ছেদ অভিযানে নামলে প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সময় বাড়ানোর আশ্বাস দেয়।

দীর্ঘদিন ধরে কিছু অসাধু ঘের মালিক সফলি জমি দখল করে কোচবিলে ভেড়ি বাঁধ নির্মাণ করায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে। ফলে তিনটি গ্রামের প্রায় ৩০ হাজার কৃষক ফসল নষ্টের ঝুঁকিতে পড়েছেন। কৃষকরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়েরসহ মানববন্ধন, বিক্ষোভ ও নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না অভিযোগ আমলে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ইস্কোমিটার জব্দ করেন। পরে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম এবং সদস্য কৃষি কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তা।
গত ৪ জুনের তদন্তে ১৫টি অবৈধ ঘেরের কারণে ১ হাজার হেক্টর জমিতে পানি জমে কৃষকদের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে প্রতিবেদন দাখিল করা হয়।

আলোচনায় সিদ্ধান্ত হয়, ১৬ জুলাই থেকে ১ আগস্টের মধ্যে প্রায় ১ কিলোমিটার খাল খনন করবে ঘের মালিকরা। নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন না হলে অবৈধ ঘের উচ্ছেদ করা হবে। তবে সময়সীমা পেরিয়ে গেলেও খাল খনন না হওয়ায় কৃষকরা নিজ উদ্যোগে ঘের উচ্ছেদের ঘোষণা দেন।

মঙ্গলবার কৃষকরা ঘের উচ্ছেদ শুরু করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কৃষি কর্মকর্তা, থানার ওসি এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষার জন্য হস্তক্ষেপ করেন। পরে প্রশাসন আগামী ১৯ আগস্টের মধ্যে সমাধানের আশ্বাস দেয়।
সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম বলেন, “উভয় পক্ষের সাথে বসে সমাধান করার চেষ্টা করা হবে।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর