Friday, December 5, 2025

যশোরে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগরে মো. লিমন শেখ (২৫) নামে এক ভ্যানচালককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রাম থেকে কাপড় দিয়ে গলায় পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত লিমন শেখ নওয়াপাড়া জগবাবুর তেঁতুল মিল এলাকার আব্দুর রহিম আকুঞ্জির বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, লিমন সোমবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। মঙ্গলবার সকালে স্থানীয়রা শংকরপাশা গ্রামে একটি গাছের সঙ্গে কাপড়ে গলায় পেঁচানো অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

অভয়নগর থানার ওসি আব্দুল আলিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনিয়ে নিতে গিয়েই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ যশোর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

রাতদিন সংবাদ/আর কে-০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর