Friday, December 5, 2025

চৌগাছায় ৬৪ কেজি পলিথিন জব্দ, ৫ হাজার টাকা জরিমানা

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৪ কেজি পরিবেশ দূষণকারী পলিথিন জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে চৌগাছা বাজারের ছাত্তার স্টোরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজমিন জাহান। অভিযানে দোকান মালিক বি এম ফারুক হোসেন (৪৫)-এর কাছ থেকে ৬৪ কেজি পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে যশোর জেলা পরিবেশ অধিদপ্তরের রিসোর্স অফিসার সৌমেন মিত্র, অফিস সহকারী শরিফুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাজার ব্যবসায়ী সমিতির নেতারা জানান, অবৈধ পলিথিন উৎপাদনকারী কারখানা বন্ধ করা গেলে এসব পরিবেশ দূষণকারী পণ্য দেশের বাজার থেকে সম্পূর্ণ বিলুপ্ত হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর