Friday, December 5, 2025

এশিয়ান কাপের মূল পর্বে উঠে ইতিহাস গড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল

লাওসে আজ রোববার অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ কোরিয়ার জালে আগে বল পাঠায় বাংলাদেশ। ১৫ মিনিটে লিড নেয় আফঈদা খন্দকারের দল। শান্তি মার্ডির বাড়ানো পাস থেকে গোল করেন তৃষ্ণা রানী। এর চার মিনিট পর গোল পরিশোধ করে কোরীয়রা। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। এটুকু পর্যন্ত সফল ছিল পিটার বাটলারের দল। তাতে মূল পর্বে ওঠার আশাও বেঁচে থাকে। যদিও দ্বিতীয়ার্ধে কোরীয়দের গতি আর কৌশলের কাছে অসহায় হয়ে পড়েন আফঈদারা। বাংলাদেশের রক্ষণকে হতবিহ্বল করে একের পর এক গোল উৎসব করে কোরীয় মেয়েরা। শেষ পর্যন্ত ৬-১ গোলের বিশাল জয় তুলে নিয়ে মূল পর্বে নাম লেখায় এশিয়ান পরাশক্তিরা। বাংলাদেশ পড়ে অনিশ্চয়তায়। যদিও বড় ব্যবধানে হেরেও শেষ পর্যন্ত সেরা তিন রানার্সআপ দলের মধ্যে থাকায় বাংলাদেশও মূল পর্বে নাম লিখিয়েছে।

এর মধ্য দিয়ে ইতিহাস গড়ল কিশোরীরা। গত মাসে ঋতুপর্ণা, মনিকারা প্রথমবারের মতো সিনিয়র এশিয়ান কাপের মূল পর্বে নাম লিখিয়ে ইতিহাস গড়েন। তাদের দেখানো পথে এবার প্রথমবারের মতো এশিয়ান কাপের টিকিট পেল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারীরা।

এ ম্যাচে ন্যূনতম ড্র করলেই প্রথমবারের মতো নারীদের অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে উঠে যেত বাংলাদেশ। যদিও প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া দুইবারের সাবেক এশিয়ান চ্যাম্পিয়ন বলে কাজটা কঠিনই ছিল আফঈদাদের। লাওসের বিপক্ষে অনেকটা বিবর্ণ থাকলেও বাংলাদেশকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল কোরীয়রা। দাপটে জয় তুলে নিয়ে থাইল্যান্ডে অনুষ্ঠেয় ২০২৬ সালের এশিয়ান কাপের টিকিট কাটে তারা। আর বাংলাদেশকে রাখে অনিশ্চয়তায়। যদিও পরে চীনের কাছে লেবাননের ৮-০ গোলের হারে বাংলাদেশের এশিয়ান কাপের টিকিট নিশ্চিত হয়ে যায়।

আজ উত্তর কোরিয়ার কাছে ১১-০ গোলে হেরে বিদায় নিয়েছে। আরেক প্রতিদ্বন্দ্বী ইরানকে ১১-০ গোলে হারিয়েছে জাপান। মাইনাস (-৬) গোল ব্যবধান নিয়ে ইরানও বিদায়ের প্রহর গুণছে।

বাংলাদেশের মেয়েরা রানার্সআপ দলগুলোর মধ্যে তিনে অবস্থান করছিল। ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়া-চায়নিজ তাইপে, ‘ই’ গ্রুপে চীন-লেবানন ও ‘জি’ গ্রুপের উজবেকিস্তান-জর্ডান ম্যাচের ফলের ওপর নির্ভর করছিল বাংলাদেশের ভাগ্য। সন্ধ্যায় চীনের কাছে লেবানন হেরে যাওয়ায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের চূড়ান্ত পর্বে উত্তরণ।

এখন পর্যন্ত মূল পর্বের টিকিট পেয়েছে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপা, উত্তর কোরিয়া ও বাংলাদেশ। স্বাগতিক হিসেবে আগেই মূল পর্বের টিকিট নিশ্চিত থাইল্যান্ডের। বাছাইপর্বে মোট ৩৩টি দল লড়াই করছে ১১টি টিকিটের জন্য।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর