Friday, December 5, 2025

লামায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

লামা (বান্দরবান) প্রতিনিধি: লামার গজালিয়া ইউনিয়নের (৮ নম্বর ওয়ার্ড) বটতলী পাড়া গ্রামে তামাক ব্যবসা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে মোঃ আলী মিয়া (৪২) নামে এক ব্যক্তি মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন।

মোঃ আলী মিয়া জানান, গত বছর ফেব্রুয়ারি থেকে কিস্তিতে স্থানীয় তামাক চাষি আব্দুল মোতালেব (পিতা: আব্দুল আজিজ)কে তামাক ক্রয়ের জন্য ১ লাখ ২৮ হাজার টাকা প্রদান করেন। তবে আব্দুল মোতালেব প্রতারণা করে মৌসুমে তামাক না দিয়ে পালিয়ে যান। তার পাওনা আদায়ের আশায় আলী মিয়া তাঁর খামার থেকে একটি গরু জিম্বায় নিয়ে প্রায় ৬ মাস লালন পালন করেন এবং পরে গরুটি ৬৩ হাজার টাকায় বিক্রি করেন।

এই বিষয়ে স্থানীয় কয়েকটি সালিসি বৈঠক হলেও পাওনাদার ব্যক্তি টাকা পরিশোধ না করে পালিয়ে রয়েছেন।

তবে সম্প্রতি মোঃ নোমান ওসমানী নামে এক বহিরাগত ব্যক্তি গরুটির মালিকানা দাবি করে এবং ষড়যন্ত্রমূলকভাবে মোঃ আলী মিয়ার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। পাশাপাশি অভিযোগ রয়েছে, মামলাটিতে একটি প্রভাবশালী চক্র জড়িত রয়েছে। বাদীর পরিচিতিও ভুক্তভোগী ভালো করে জানেন না।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মোঃ আলী মিয়া ও আব্দুল মোতালেবের মধ্যে লেনদেনের সত্যতা কিছু নথিপত্রে পাওয়া গেছে। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা এ বিষয়ে চিন্তিত। স্থানীয়রা বলছেন, বিষয়টি মীমাংসার জন্য কয়েক দফা বৈঠক হলেও পাওনাদারের অনুপস্থিতির কারণে সমাধান হয়নি। পরে শুনতে পাওয়া গেছে অন্য কেউ গরুটির মালিকানা নিয়ে মামলা করেছেন।

ভুক্তভোগীরা দাবি করেছেন, মামলাটি (সিআর নং ২৭৮/২৫) বিষয়ে আদালতের মাধ্যমে সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত ঘটনা উন্মোচিত হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর