Friday, December 5, 2025

যশোরে স্কুল ব্যাগে তরল মদ বহনের সময় যুবক আটক

যশোরে স্কুল ব্যাগে করে ভারতের তৈরি তরল মদ বহনের ঘটনায় আব্দুর রহমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের সুরুজ আলী মালিথার ছেলে।

এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।চাঁচড়া ফাঁড়ির এসআই মফিজুর রহমান জানিয়েছেন, ২ জানুয়ারি সন্ধ্যায় গোপন খবর পেয়ে চাঁচড়া চেকপোস্টের শ্রমিক ভবনের সামনে থেকে আব্দুর রহমানকে পাকড়াও কর হয়। এ সময় তার পিঠে ঝুলানো কালো রঙের স্কুল ব্যাগের মধ্যে থেকে ভারতীয় তৈরি ১০ বোতল তরল মদ উদ্ধার হয়। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে মামলা দেয়া হয়। ৩ জানুয়ারি তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর