যশোরের পুলেরহাট কৃষ্ণবাটিতে অবস্থিত আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্সে শুক্রবার দিনব্যাপী দারস (ধর্মীয় শিক্ষা সভা) অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের রিয়াদস্থ জামিয়াতুল ইমামের অধ্যাপক ও আলেম শাইখ আব্দুর রহমান বিন আলী আল মিশাইকাহ হাফিযাহুল্লাহ।
প্রধান অতিথির আরবি ভাষায় দেওয়া বক্তব্যের বাংলা অনুবাদ করেন রাজশাহীর বাঘার দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের ভাইস প্রিন্সিপাল শাইখ আযহারুল ইসলাম মাদানী।
দারসে শাইখ আব্দুর রহমান বলেন, “আমি যশোরের এই অনুষ্ঠান অংশগ্রহণ করে আনন্দিত। আকীদা, মানহাজ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ একজন মুসলিমের পরকালীন মুক্তির জন্য অপরিহার্য। শিরক থেকে বেঁচে থাকা এবং সালাত প্রতিষ্ঠা করা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্সের পরিচালনা পর্ষদ, শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকদের নির্ভেজাল তাওহীদের উপর অটল থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সভাপতি ডা. মোসলেম উদ্দিন। বিকাল ৩টায় মাদরাসার ছাত্রদের অংশগ্রহণে আয়োজিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মাওলানা শিহাবুদ্দীন, মাওলানা আব্দুর রহিম, মাওলানা মোফাযযল হোসেন প্রমুখ।
দিনব্যাপী দারসে ছাত্রদের আরবি ও ইংরেজি ভাষায় বিভিন্ন উপস্থাপনাও ছিল। অনুষ্ঠানের শেষ পর্বে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক আগত অতিথি, অভিভাবক ও মুসল্লিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।







