“সুস্থ্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন” প্রতিপাদ্যকে সামনে রেখে ‘একটি ফুটবল, একটি পৃথিবী’ স্লোগানে কচুয়া স্বনির্ভর যুব সংঘের আয়োজনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন, যশোর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান।
শুক্রবার (৮ আগস্ট)বিকাল ৫ টায় স্বনির্ভর যুব সংঘের আয়োজনে কচুয়া হাই স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় স্বনির্ভর যুব সংঘ ও ভায়না রাজাপুর ফুটবল ক্লাব একে অপরের মুখোমুখি হয়।
নির্ধারিত সময়ের খেলায় স্বনির্ভর যুব সংঘ ও ভায়না রাজাপুর ক্লাব ২-২ গোলে ম্যাচ ড্র হয় ট্রাইবেগারে ৪-৫ গোলে ভায়না রাজাপুর জয়লাভ করে।
এসময় অনন্যর মধ্যে উপস্থিত ছিলেন স্বনির্ভর যুব সংঘের উপদেষ্টা আব্দুর রাজ্জাক খান সভাপতি নাহিদ হাসান খান রাজন, সাধারণ সম্পদক কামাল হোসেন, সাংবাদিক জহুরুল ইসলাম, ফারুক হোসেন, তৌহিদুল ইসলাম, হালিম খান প্রমুখ।
যশোর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদআসাদুজ্জামান বলেন, খেলার মান উন্নয়ন ও খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক খেলায় অভিজ্ঞতা বাড়াতেই প্রীতি ম্যাচে অংশগ্রহণ । এধরনের ম্যাচে খেলোয়াড়দের মধ্যে ভাতৃত্বের বন্ধন অটুট রাখার পাশাপাশি ভালো খেলোয়াড় বাছাই কার্যক্রম করার সুযোগ তৈরি হয়।







