নাজমুল হুদা,লামা: বৃহস্পতিবার ৭ আগষ্ট সকালে লামা পৌর শহর এলাকায় লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে তিনটি করাত কলে দুই হাজার (২০০০) টাকা করে ছয় হাজার টাকা জরিমানা করেছে।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন জানায় এভাবে এসকল অবৈধ করাত কলে ভ্রাম্যমান অভিযান অব্যাহত থাকবে। লামায় কার – কল (লাইসেন্স) বিধিমালা ২০১২ তোয়াক্কা না করে যত্রতত্র ব্যঙ্গের ছাতার মতো গজিয়ে উঠেছে শতাধিক করাত কল।
এ সব করাত কলের অধিকাংশের নেই কোন লাইসেন্স কিংবা লাইসেন্স থাকলেও নেই কোন নবায়ন। অভিযোগ উঠেছে এসব করাত কলের মালিকেরা নাম মাত্র করাত কল বসিয়ে চালিয়ে যাচ্ছে অবৈধ কাঠ বানিজ্য।
বিশেষ সূত্রে জানা যায় এসব করাত কলের মালিকেরা করাত কল ব্যবসায়ের আড়ালে বিনা পারমিটে প্রতিনিয়ত চোরাই পথে মূল্যবান সেগুন, গর্জন সহ বিভিন্ন প্রজাতির গাছ ঢাকা – চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করছে।
যার ফলে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। এসব করাত কলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিক বার অভিযান চালিয়ে জরিমানা করলেও থেকে নেই অবৈধ কাঠ পাচার বানিজ্য। পরিবেশ বাদী সাংবাদিক ও সুশীল সমাজ এসব করাত কলে এর বিরুদ্ধে কঠোর আইনের হস্তক্ষেপ কামনা করছেন।







