যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি ছোট বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা ৪ আরোহীর সকলেই মারা গেছেন। মঙ্গলবার দুপুরে উত্তর অ্যারিজোনার চিনলে বিমানবন্দরে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, সিএসআই এভিয়েশন কোম্পানির মালিকানাধীন বিচক্রাফ্ট কিং এয়ার ৩০০ মডেলের বিমানটি নিউ মেক্সিকোর আলবুকার্ক থেকে উড্ডয়ন করেছিল।
এতে দুইজন পাইলট ও দুইজন স্বাস্থ্যকর্মী ছিলেন। দুপুরে চিনলে বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। এতে চার আরোহীর সকলেই নিহত হন।
নাভাজো ডিপার্টমেন্ট অফ ইমার্জেন্সি ম্যানেজমেন্টের পরিচালক শেরেন স্যান্ডোভাল জানান, চিনলের ফেডারেল ইন্ডিয়ান হেলথ সার্ভিস হাসপাতাল থেকে এক রোগীকে জরুরি চিকিৎসার জন্য আলবুকার্কয়ে নিতে এসেছিল বিমানটি।
অনলাইন ডেস্ক/আর কে-০৮







