চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত সকল শহিদদের স্মরণে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টায় হালদারপাড়া রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গণে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, সহ-সভাপতি ধীরেন্দ্রনাথ দে, সহ-সভাপতি সন্তোষ কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অনন্ত সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের আইন বিষয়ক সম্পাদক ও সাংবাদিক শ্যামল দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিজিৎ রায়, পূজা উদযাপন পরিষদের নেতা অধ্যাপক প্রদীপ রায় প্রমুখ।
প্রার্থনা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত মদন গোসাই।
আর কে-০৩







