Friday, December 5, 2025

লামায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

মো. নাজমুল হুদা, লামা: ছাত্র-জনতার ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় লামা উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, আইসিটি কর্মকর্তা সুব্রত দাশ প্রমুখ।

অনুষ্ঠানে আরও অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী প্রতিনিধি, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন,
“জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার এক ঐতিহাসিক জয়। এই দিনটি আমাদের গণতন্ত্র ও ন্যায়ের পথে আন্দোলনের অনুপ্রেরণা জোগায়।”

রক্তদাতাদের জন্য নতুন ওয়েবসাইট ‘রক্ত ঋণ’-এর উদ্বোধন
দিবসটি উপলক্ষে লামায় আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা করা হয়। উদ্বোধন করা হয় “রক্ত ঋণ” নামের একটি ওয়েবসাইট পোর্টাল, যেখানে রক্তদাতা ও রক্তপ্রয়োজনে থাকা ব্যক্তিরা এক প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবেন। ওয়েবসাইটটির মাধ্যমে খুব সহজেই রক্তদাতা খোঁজা ও যোগাযোগ করা যাবে।

অনুষ্ঠান শেষে দিবসটির শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর