Friday, December 5, 2025

চৌগাছায় জুলাই বিপ্লব উপলক্ষে বিএনপির সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ‘জুলাই বিপ্লব’ স্মরণে উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টায় পৌরসভার ভাস্কর্য চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ইনুচ আলী দফাদার, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাক, অ্যাডভোকেট আলিবদ্দিন খান আলী, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওয়ালীয়ার ও সাধারণ সম্পাদক আব্দুল হালিফ চঞ্চল।

চৌগাছায় জুলাই বিপ্লব উপলক্ষে বিএনপির সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিতএছাড়া আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান লাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, যুবদলের আহ্বায়ক এম এ মান্নান, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, কৃষক দলের সভাপতি আজগর আলী ও সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিন ও সদস্য সচিব ইমন হাসান রকি।

অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন—স্বরূপদাহ ইউনিয়নের সভাপতি জহরুল ইসলাম বাবু, নারায়ণপুর ইউনিয়নের সভাপতি তরিকুল ইসলাম ডাবলু, সিংহঝুলী ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ, ফুলসারা ইউনিয়নের সভাপতি মাস্টার আলাউদ্দিন, হাকিমপুর ইউনিয়নের সভাপতি সাজ্জাদ হোসেন, চৌগাছা ইউনিয়নের সভাপতি আলী কদর এবং জগদীশপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মইদুল ইসলাম।

আলোচনা সভা শেষে একটি বিজয় মিছিল পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বিএনপি অফিসের সামনে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর