বিশেষ প্রতিনিধি: যশোর জেলার অভয়নগর উপজেলার রাজঘাট গাজীপুর সড়কে রাজার মোড় নামক স্থানে সরকারি রাস্তা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ রুস্তম কাজীর ছেলে মো মনজু কাজী সরকারি রাস্তা থেকে নিজের জমির সিমানা নির্ধারন না করেই পুরাতন ভবন থেকে বাড়তি ছাদ ঢালাই দিয় দোকান ঘর নির্মান করছে। এবিষয়ে মনজু কাজী বলেন আমি আমার নিজের জমিতে ভবন করছি। নওয়াপাড়া পৌরসভা থেকে রাস্তা করার সময় যে সীমানা দেখায় দিয়ে গেছে সেই ভাবে করছি। এখানে যে রাস্তা হয়েছে তার ভেতরে আমার জমি চলে গেছে সরকারি জমি দখলের কথা মিথ্যা। এলাকাবাসীর চাওয়া পুনরায় জমির সীমান নির্ধারণ করে সরকারি রাস্তা রক্ষা করার পর ভবনের কাজ শুরু করা হোক।







