আজম খাঁন, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা কৃষিখাতকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। উপজেলার বিভিন্ন বিল ও নিচু এলাকাগুলো পানির নিচে চলে যাওয়ায় হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, এই জলাবদ্ধতায় প্রায় ৪ হাজার ৩ শ’৫৪ হেক্টর জমির রোপা আমন ধান, ৮হেক্টর গ্রীস্মকালীন সবজি ক্ষেত আক্রান্ত হয়েছে। উপজেলার বালুরচর বিল, খানপুর বিল, সাদিপুর বিল, জলেশ্বর বিল, ধলধলের বিল, মানুষমারি বিল, রাঘবপুর বিল, ভগের বিল, হাজিকুড়ের বিল, ঘোড়ানাচ বিল, বাকড়ীবিলসহ কমপক্ষে ২০টি বিল এখন পানিতে ভরপুর। কৃষকদের চোখেমুখে এখন শুধুই হতাশার ছাপ। স্থানীয় সাবেক ইউপি সদস্য বোরহান উদ্দিন বলেন, আমাদের বহরমপুরের গাংনের বিলে প্রায় ১৫০ বিঘা জমির ধানের চারা সম্পন্ন পানির নিচেই। মানুষ জাল পেতে মাছ ধরছে। এবার ধান হওয়ার কোন আশা নেই। বিল জলেশ্বর এলাকার কৃষক আকতারুজ্জামান বলেন, আমার ৮ বিঘা জমির ধানের চারার উপর তিন-চার ফুট পানি। এখন আর নতুন করে চারা রোপনের সময় নেই। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান জানান, চলতি বছরে আমনের লক্ষমাত্রা ধরা হয়েছে ১৬ হাজার ৭৯০ হেক্টর। অধিকাংশ মাঠে অধিক পানি জমে আছে। বিশেষ করে জলেশ্বর বিল নারিকেলবাড়ীয়াসহ কয়েকটি বিলের পানি ধীরে নামছে। এ কারনে ধানের চারা ক্ষতির মধ্যে রয়েছে।







