Friday, December 5, 2025

চৌগাছায় মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ

চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলা থেকে এক মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ নারীর নাম নাছিমা বেগম (৪০)। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার কমলাপুর গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী। তার বাবার বাড়ি যশোরের চৌগাছা উপজেলার সিংহাঝুলি গ্রামে।

নাছিমা বেগমের স্বামী জানান, রোববার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে তিনি তার মায়ের সঙ্গে কমলাপুর গ্রাম থেকে চৌগাছা শহরে যান। সেখান থেকেই তিনি নিখোঁজ হন। দীর্ঘদিন ধরে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছেন। নিখোঁজ নাছিমা বেগমের ১৩ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কেউ তাকে কোথাও দেখে থাকেন তাহলে দয়া করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে, ০১৭১৪৬৬৯৮০২, ০১৭২৩৫১২৩৬৯ অথবা নিকটস্থ থানায় জানাতে বলা হয়েছে।

মেয়েকে হারিয়ে তার বৃদ্ধ পিতা-মাতা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করছেন।

আর কে-০৫

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর