Friday, December 5, 2025

লোহাগড়ায় এইচএসসি পরীক্ষায় জালিয়াতি: বিএনপি সভাপতিসহ ৩ নেতার রেজিস্ট্রেশন বাতিল

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটুসহ তিন নেতার বিরুদ্ধে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। ফলে তারা আর চলতি বছর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। ঘটনাটি জানাজানি হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, বাউবির অধীনে লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন আহাদুজ্জামান বাটু (রোল: ২৪-০-১১-৪৫১-০২৩), লোহাগড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোল্যা তানভীর রহমান (রোল: ০২৪) ও সদস্য নাজমুল হুদা (রোল: ০২২)। তবে গত ১১ জুলাই ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় তারা নিজেরা অংশ না নিয়ে প্রক্সি পরীক্ষার্থী পাঠান বলে অভিযোগ ওঠে।

পরীক্ষা শুরুর প্রায় আধা ঘণ্টা পর কক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ভুয়া পরীক্ষার্থীদের শনাক্ত করেন। বিষয়টি গোপন রাখার চেষ্টাও চলে, কিন্তু শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। ৩১ জুলাই সকালে শতাধিক মানুষ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে ঘটনার প্রতিবাদ ও দায়ীদের শাস্তি দাবি করেন।

লোহাগড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর রেহবার দারাজ বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। বাউবি কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিয়েছে।

বাউবির নড়াইল উপ-পরিচালক মতিয়ার রহমান বলেন, তিন পরীক্ষার্থী প্রক্সি দিয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের পরীক্ষা ও নিবন্ধন বাতিল করা হয়েছে।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রিয়াদ বলেন, জালিয়াতির বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে।

এদিকে, বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে শুক্রবার (১ আগস্ট) বিকেলে দলীয় প্যাডে এক সংবাদবিজ্ঞপ্তি প্রকাশ করেন উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ ও সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু। এতে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, প্রক্সির অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা।

তবে এ ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত দুই নেতা যুবদলের মোল্যা তানভীর রহমান ও নাজমুল হুদা সম্পর্কে বিএনপি নেতাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আর কে-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর