Friday, December 5, 2025

বেনাপোল কাস্টম হাউসে জলাবদ্ধতা নিরসনে শ্রমিকদের উদ্যোগে ড্রেন খনন শুরু

মো. মাসুদুর রহমান, বেনাপোলঃ বৈরী আবহাওয়াজনিত ভারী বৃষ্টির কারণে আবারও বেনাপোল কাস্টম হাউস ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ৩টার দিকে বেনাপোল রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় ২টি ইসকেভেটর মেশিন দিয়ে ড্রেন খননের কাজ শুরু করেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী। তার সঙ্গে ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শ্রমিকরা।

সহিদ আলী বলেন, বৃষ্টি হলেই কাস্টম হাউসে হাঁটুসমান পানি জমে যায়। এতে হাজার হাজার কোটি টাকার পণ্য পানিতে পড়ে নষ্ট হয়, ব্যবসায়ীদের চলাচলেও ভোগান্তি হয়। তাই কাস্টম হাউস, বন্দর কর্তৃপক্ষ, পৌরসভা ও স্থানীয়দের সমন্বয়ে এই ড্রেন খননের উদ্যোগ নেওয়া হয়েছে। রেললাইন ও গ্রামবাসীদের যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

সি অ্যান্ড এফ এজেন্ট ব্যবসায়ী বিলকিস সুলতানা সাথী বলেন, বেনাপোল আন্তর্জাতিক কাস্টম হাউস থেকে সরকার বিপুল রাজস্ব পায়। কিন্তু সামান্য বৃষ্টিতেই এখানে হাঁটু পানি জমে যায়। আমাদের যাতায়াতে অসুবিধা হয়। তাই দ্রুত জলাবদ্ধতা নিরসনের দাবি জানাই।

অন্য এক সি অ্যান্ড এফ ব্যবসায়ী মো. ইউনুস আলী বলেন, আগে এই এলাকার পানি রেলস্টেশনের কালভার্ট ও ড্রেন দিয়ে বের হত। কিন্তু রেলওয়ের নতুন নির্মাণকাজের কারণে তা বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা হচ্ছে। পণ্য পানিতে পড়ে নষ্ট হচ্ছে। তাই আমি নিজেও ড্রেন খননের কাজে সহযোগিতা করছি।

আর কে-১১

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর