বিশেষ প্রতিনিধিঃ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার কর নির্ধারক মোজাফফর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক পার্থ প্রতিম শীল।
পৌরসভা সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই (বৃহস্পতিবার) তাকে বরখাস্তের আনুষ্ঠানিক নোটিশ প্রদান করা হয়। প্রশাসনিক সূত্র জানায়, মোজাফফর হোসেনের বিরুদ্ধে একটি নাশকতার মামলাও চলমান রয়েছে। তিনি অফিস থেকে ছুটি না নিয়েই গোপনে আদালতে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে তার স্ত্রী স্বামীর স্বাক্ষরিত একটি ছুটির আবেদন পৌরসভায় জমা দেন, যা নিয়ে শুরু হয় বিতর্ক।
বিষয়টি স্থানীয় সাংবাদিকরা জানতে চাইলে নড়েচড়ে বসে পৌর কর্তৃপক্ষ। এক পর্যায়ে বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়।
পৌরসভার একাধিক কর্মকর্তা ও কর্মচারীর অভিযোগ, মোজাফফর হোসেন অতীত সরকারের সময় ক্ষমতার অপব্যবহার করে প্রভাব বিস্তার করেছেন। সাবেক পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্তর ঘনিষ্ঠ হিসেবে তিনি অফিসে প্রভাব খাটাতেন। এমনকি কথায় কথায় সহকর্মীদের হেনস্তা করতেন বলেও অভিযোগ রয়েছে।
বরখাস্তের ঘটনায় ভুক্তভোগীরা সন্তোষ প্রকাশ করলেও বলেন, শুধু মোজাফফর নয়—পৌরসভায় আরও কয়েকজন নারী-পুরুষ কর্মকর্তা রয়েছেন যারা এখনও রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুর্নীতি ও হয়রানি চালিয়ে যাচ্ছেন। তারা এসব কর্মকর্তার মুখোশ উন্মোচনের দাবি জানান।
স্থানীয় সাংবাদিকদেরও ধন্যবাদ জানিয়েছেন তারা, সময়মতো তথ্য প্রকাশ করায় এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়েছে বলে মত দিয়েছেন অনেকে। অন্যথায়, ‘বিশেষ বিবেচনায়’ ছুটি মঞ্জুর হয়ে যেতে পারতো।
এ বিষয়ে জানতে মোজাফফর হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওয়াপাড়া পৌর প্রশাসক পার্থ প্রতিম শীল জানান, যেহেতু তার বিরুদ্ধে একটি নাশকতার মামলা বিচারাধীন রয়েছে, তাই প্রশাসনিকভাবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আর কে-০৪







