শ্যামল দত্ত, চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় সরকারি বৃত্তি পরীক্ষায় বেসরকারি কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন চৌগাছার ৮টি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তারা জানান, ২০২৫ সালের ১৭ জুলাই এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়—বেসরকারি কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এ সিদ্ধান্তের প্রতিবাদেই তারা এ কর্মসূচি পালন করছেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন:
-
নাসির উদ্দিন – প্রধান শিক্ষক, রাগিব আহসান আইডিয়াল স্কুল
-
আবুল কালাম আজাদ – প্রধান শিক্ষক, নব কিশলয় প্রি-ক্যাডেট স্কুল
-
তিতুমীর রহমান – প্রধান শিক্ষক, আদর্শ এডাস স্কুল
-
রোজিনা খাতুন – প্রধান শিক্ষক, প্রতিভা এডাস স্কুল
-
শাহাজান আলী – প্রধান শিক্ষক, চাইল্ড কেয়ার এডাস স্কুল
-
রজব আলী – প্রধান শিক্ষক, সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেন
-
মনিরুজ্জামান – প্রধান শিক্ষক, লাইসিয়াম স্কুল
-
কারুজ্জামান – প্রধান শিক্ষক, বেলা প্রি-ক্যাডেট স্কুল
মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলামের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।







