কেশবপুর প্রতিনিধি: “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” কর্মসূচি উপলক্ষে কেশবপুরে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা অফিস ও উপজেলা মহিলা বিষয়ক অফিস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান।
এছাড়া বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা এবং এনসিপি’র সমন্বয়ক সম্মাট হোসেন প্রমুখ।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।







